তড়িতের চৌম্বক ক্রিয়া



  1. Question:চাবি বন্ধ করলে লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে কেন? 

    Answer
    চাবি বন্ধ করলে লোহার দন্ডের গায়ে জড়ানো তার কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ফলে এর চারপাশে সাময়িকভাবে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হওয়ায় লোহার দন্ডটি চুম্বকে পরিণত হয়। তাই লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে। এ ধরণের চুম্বককে তাড়িত চুম্বক বলে।






    1. Report
  2. Question:আবিষ্ট প্রবাহ কাকে বলে? 

    Answer
    েএকটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীতে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আবিষ্ট প্রবাহ বলে।






    1. Report
  3. Question:আবিষ্ট প্রবাহের মান কীভাবে বৃদ্ধি করা যায় বর্ণনা কর। 

    Answer
    আবিষ্ট প্রবাহের মান নিম্নোক্ত ভাবে বৃদ্ধি করা যায়-
    ১. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে।
    ২. চুম্বককে বা তার কুন্ডলীকে দ্রুত আনা-নেওয়া করে।
    ৩. তারকুন্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে।






    1. Report
  4. Question:ট্রান্সফর্মার কাকে বলে? 

    Answer
    যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে।






    1. Report
  5. Question:স্টে আপ ট্রান্সফর্মারের বিভব বৃৃদ্ধি পেলেও প্রবাহ হ্রাস পায় কেন? 

    Answer
    শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি, শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না। তড়িতের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে উৎপন্ন বা বায়িত শক্তি হচ্ছে বিভব x প্রবাহ। সুতরাং মুখ্য ও গৌণ কুন্ডলীতে বিভব ও প্রবাহের গুণফল সমান হবে। তাই স্টেপ আপ ট্রান্সফর্মারের বিভব যে অনুপাতে বৃদ্ধি পায়, প্রবাহ সেই অনুপাতে হ্রাস পায়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd