তড়িতের চৌম্বক ক্রিয়া



  1. Question:তড়িচ্চালক শক্তি কাকে বলে? 

    Answer
    কোনো তড়িৎবর্তণীর এক বিন্দু হতে 1C আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় তাকে তড়িচ্চালক শক্তি বলে।






    1. Report
  2. Question:কোন বাল্ব এর গায়ে 220V - 100W লেখা বলতে কি বোঝায়? 

    Answer
    কোনো বাল্বের গায়ে 220V-100W লেখা বলতে বুঝঅয়, বাল্বটি 220V বিভব পার্থক্যে এর সর্বোচ্চ ক্ষমতায় 100W কাজ করবে।






    1. Report
  3. Question:নিম্নধাপী ট্রান্সফর্মার কাকে বলে? 

    Answer
    যে ট্রান্সফর্মার পর্যাবৃত্ত উচ্চ বিভবকে পর্যাবৃত্ত নিম্ন বিভবে রূপান্তরিত করে তাকে নিম্নধাপী ট্রান্সফর্মার বলে।






    1. Report
  4. Question:উচ্চ ধাপী ট্রান্সফর্মার কাকে বলে? 

    Answer
    যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফর্মার বলে।






    1. Report
  5. Question:তাড়িত চৌম্বক আবেশের ওপর ভিত্তি করে কোন যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত? 

    Answer
    তাড়িৎ চৌম্বক আবেশে ওপর ভিত্তি করে জেনারেটরের মূলনীতি প্রতিষ্ঠিত।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd