তড়িতের চৌম্বক ক্রিয়া



  1. Question:তড়িৎ মোটরে তড়িৎ শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করা হয়? 

    Answer
    তড়িৎ মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা হয়।






    1. Report
  2. Question:একটি মোবাইল চার্জারের গায়ে Input 220-230V এবং Output 3.5V লেখা থাকলে এটি কোন প্রকার ট্রান্সফর্মার? 

    Answer
    উল্লেখিত চার্জারটি নিম্নধাপী ট্রান্সফর্মার। কারণ এর গায়ের তথ্য থেকে জানা যায় এতে উচ্চ ভোল্টেজের বিভব প্রয়োগ করলে স্বল্প ভোল্টেজের বিভব পাওয়া যায়। সুতরাং এটি একটি নিম্নধাপী ট্রান্সফর্মার।






    1. Report
  3. Question:তড়িৎ চুম্বক কাকে বলে? 

    Answer
    সলিনয়েডের ভিতর কোনো কাঁচা লোহা বা ইস্পাতের দন্ড ঢুকিয়ে সলিনয়েডে তড়িৎ প্রবাহ চালালে দন্ডটি চুম্বকত্ব লাভ করে। এ ধরনের চুম্বককে তাড়িত চৌম্বক বলে।






    1. Report
  4. Question:তড়িৎবাহী তারের ওপর চুম্বকের প্রভাব বর্ণনা কর। 

    Answer
    আমরা জানি যে, তড়িৎবাহী তার নিজস্ব একটি চৌম্বকক্ষেত্রের সৃষ্টি করে। শক্তিশাল চুম্বকের বিপরীত মেরুদ্বয়ের মধ্যে সৃষ্ট চৌম্বকক্ষেত্র এবং তড়িৎবাহী তারের চৌম্বকক্ষেত্রের মধ্যে ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। ফলে তারটি উপরের দিকে লাফিয়ে ওঠে। তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করলে নিচের দিকে নামে।






    1. Report
  5. Question:বৈদ্যুতিক ক্ষমতার একক কী? 

    Answer
    বৈদ্যুতিক ক্ষমতার একক W বা KW।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd