Question:বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে কী হবে?
Answer
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
Question:বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে কী হবে?
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে।
Question:1 প্যাসকেল বলতে কী বোঝ?
চাপের একক প্যাসকেল। একক ক্ষেত্রফলের ওপর 1N বল প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে এক প্যাসকেল বলে।
Question:ব্যারোমিটার দ্বারা কী মাপা হয়?
ব্যারোমিটার দ্বারা বায়ুর চাপ মাপা হয়।
Question:প্রবাহীর চাপ কী?
কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর চাপ বলে।
Question:বল বৃদ্ধিকরণ নীতি কাকে বলে?
আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টনে সেই বলের বহুগুণ বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।