পদার্থের অবস্থা ও চাপ



  1. Question:প্লাজমা কী? 

    Answer
    প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। এটি অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস।






    1. Report
  2. Question:পৃথিবীর পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমন্ডলীয় চাপ কত? 

    Answer
    পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গমিটারে বায়ুমন্ডলীয় চাপ প্রায় `10^5N`






    1. Report
  3. Question:প্লাজমার প্রধান উৎস কী? 

    Answer
    প্লাজমার প্রধান উৎস হচ্ছে সূর্য।






    1. Report
  4. Question:বায়ুমন্ডলীয় চাপ কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমন্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের ওপর।






    1. Report
  5. Question:ঘনত্ব কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার ওপর নির্ভর করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd