স্থির তড়িৎ



  1. Question:বজ্রপাত কীভাবে সৃষ্টি হয়? 

    Answer
    জলীয় বাষ্প বায়ুমন্ডলের আহিত আয়নগুলোর ওপর ঘনীভূত হয়ে পানি কণার সৃষ্টি করে এবং তাড়ি-তাহিত হয়। এই ধরনের পানির কণাগুলো একত্রিত হলেই মেঘের উৎপত্তি হয়। মেঘ ধনাত্মক বা ঋণাত্মক যেকোনো ভাবেই আহিত হতে পারে। তাড়িতাহিত মেঘে যদি তাড়িতের পরিমাণ বেশি হয়, তাহলে তা তড়িৎক্ষরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে। এভাবে বজৃপাত সৃষ্টি হয়।






    1. Report
  2. Question:বজ্র নিরোধক কীভাবে কাজ করে? 

    Answer
    যখন তড়িৎগ্রস্থ মেঘ বাড়ির উপরে আসে, তখন দন্ডের উপরি প্রান্ত তীক্ষ্মগ্র বিশিষ্ট হওয়ায় ঐ তীক্ষ্মগুলোতে বেশি আধান জমা হয় এবং সূচিমুখ দিয়ে তড়িৎক্ষরণ হয়। বায়ুকণাগুলো এই আধান নিয়ে আহিত হয় এবং মেঘের বিপরীত আধান কর্তৃক আকৃষ্ট হয়ে মেঘের দিকে চলে যায় এবং মেঘকে নিস্তরিত করে। ফলে বজ্রপাতের সম্ভাবনা কম থাকে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd