স্থির তড়িৎ



  1. Question:তড়িৎক্ষেত্রের প্রাবল্যকে কী বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রের প্রাবল্যতাকে তড়িৎ তীব্রতা বলে।






    1. Report
  2. Question:তড়িৎ বিভব কাকে বলে? 

    Answer
    অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।






    1. Report
  3. Question:পরিবাহকের বিভব কাকে বলে? 

    Answer
    অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমান কাজ সম্পন্ন হয় তাকে ঐ পরিবাহকের বিভব বলে।






    1. Report
  4. Question:মেঘ গর্জন কী? 

    Answer
    বিদ্যুৎচ্চমকের সময় মেঘের চবার পাশের বায়ুমন্ডলের চাপের সংকোচন ও প্রাসরণের ফলে যে প্রচন্ড শব্দের সৃষ্টি হয় তাকে মেঘ গজণ বলে।






    1. Report
  5. Question:চুল আচড়ে চিরুনী ছোট ছোট কাগজের টুকরার কাছে আনলে তা আকর্ষণ করে কেন? 

    Answer
    চিরুনী দ্বারা চুল আচড়ানো হলে চিরুনীতে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এবার এ চিরুনী ছোট ছোট কাগজের টুকরার কাছে আনলে কাগজগুলোতে বিপরীতধর্মী আধানের সঞ্চার হয় বলে চিরুনীটি কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd