স্থির তড়িৎ



  1. Question:একটি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে কীভাবে কোনো আহিত বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করা যায় বর্ণনা কর। 

    Answer
    স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয়: কোনো তড়িৎগ্রস্থ বস্তুর আধানের প্রকৃতি নির্ণয় করতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক কিংবা ঋণাত্মক আধানে আহিত করতে হবে। আহিত অবস্থায়, একই জাতীয় আধানের উপস্থিতির কারণে যন্ত্রের পাতদ্বয় ফাঁক হয়ে থাকে। যদি যন্ত্রটিকে ধনাত্মক আধানে আহিত করা হয়, তাহলে পরীক্ষণীয় বস্তুকে যন্ত্রের চাকতির সংস্পর্শে আনার পর যদি পাতদ্বয়ের ফাঁক কমে যায়, তাহলে ঐ বস্তু ঋণাত্মক আধানে আহিত। যদি পাতদ্বয়ের ফাঁক বৃদ্ধি পায় তাহলে বস্তুটি ধনাত্ক আধানে আহিত।






    1. Report
  2. Question:দুটি আধানের মধ্যবর্তী তড়িৎ বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 

    Answer
    দুইটি আধানের মধ্যবর্তী তড়িৎ বল নির্ভর করে,
    ১. আধানদ্বয়ের পরিমাণের উপর
    ২. আধানদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর
    ৩. আধানদ্বয় যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর।






    1. Report
  3. Question:পরিবাহক কাকে বলে? 

    Answer
    যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহক বা পরিবাহী বলে।






    1. Report
  4. Question:অপরিবাহক কাকে বলে? 

    Answer
    যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহক বলে।






    1. Report
  5. Question:আবিষ্ট আধান কাকে বলে? 

    Answer
    তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো অনাহিত পরিবাহীতে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd