Question:পরমাণুর নিউক্লিয়াসে কয় ধরনের কণা থাকে?
Answer
পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণা থাকে।
Question:পরমাণুর নিউক্লিয়াসে কয় ধরনের কণা থাকে?
পরমাণুর নিউক্লিয়াসে দুই ধরনের কণা থাকে।
Question:উলের পুলওভারের সাথে চিরুনী ঘষে নিলে সেটি দ্বারা চুল আচরানো কষ্টকর কেন?
উলের পুলওভারের সাথে চিরুনী ঘষলে চিরুনি স্থির তড়িৎপ্রাপ্ত হয়। ঐ চিরুণি চুলে স্পর্শ করালে চিরুনি হতে চুলে স্থিরতড়িৎ চলে আসে, ফলে সমধর্মী আধানের কারণে চুলগুলো একটি অপরটি হতে দূরে সরে যায় বা বিকর্ষণ করে বলে ঐ চিরুনী দ্বারা চুল আচড়ানো কষ্টকর।
Question:আবেশী আধান কাকে বলে?
যে আধান কোনো অনাহিত পরিবাহীতে তড়িৎ আবেশের সৃষ্টি করে তাকে আবেশী আধান বলে।
Question:একটি সরল ধারক তৈরি করা হয় কীভাবে?
একটি সরল ধারক তৈরি করা হয় দুটি আন্তরিত ধাতব পাতকে পরস্পর সমান্তরালে রেখে। যখন একটি ব্যাটারিকে এর দুটি পাতের সাথে সংযুক্ত করা হয়, তখন ব্যাটারির ঋণাত্মক দন্ড থেকে ইলেকট্রন একটি পাতে প্রবাহিত হয় এবং এটি ঋণাত্মক আধানে আহিত হয়। ধারকের অন্য পাত থেকে ইলেকট্রন ব্যাটারির ধনাত্মক দন্ডে প্রবাহিত হয়, ফলে েঐ পাত ধনাত্মকভাবে আহিত হয়। পাতগুলোকে কত আধান জমা হবে তা ব্যাটারির ভোল্টেজের উপর নির্ভর করে।
Question:পরমাণুর গঠনের ভিত্তিতে কোনো বস্তুর আহিত হওয়ার ঘটনা ব্যাখ্যা কর।
কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান থাকলে পরমাণু নিস্তড়িত অবস্থায় থাকে। কিন্তু যখন পরমাণুতে এদের সংখ্যা অসমান হয় তখন পরমাণু তড়িৎগ্রস্থ বা আহিত হয়। কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কমে গেলে প্রোটনের আধিক্য দেখা যায়। এ অবস্থাকে বলা হয় ধনাত্মক আধানে আহিত হওয়া। আবার বহিঃস্থ ইলেকট্রন কোনো পরমাণুর সাথে যুক্ত হলে ঐ পরমাণুর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আকে বলে ঋণাত্মক আধানে আহিত হওয়া।