স্থির তড়িৎ



  1. Question:আধান কী? 

    Answer
    পদার্থ সৃষ্টিকারী প্রাথমিক বা মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান।






    1. Report
  2. Question:ধনাত্মক বিভব কী? 

    Answer
    ধনাত্মক আধানে আহিত পরিবাহের বিভবকে ধনাত্মক বিভব বলে।






    1. Report
  3. Question:তড়িৎ বল কাকে বলে? 

    Answer
    আধানসমূহ পরস্পরের ওপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ বল বলে।






    1. Report
  4. Question:তড়িক্ষেত্রের কোনো বিন্দুর তীব্রতা কীভাবে নির্ণয় করবে- ব্যাখ্যা কর। 

    Answer
    তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাই হলো ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা। সুতরাং সংজ্ঞানুসারে, তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর তীব্রতা নির্ণয়ে ঐ বিন্দুতে একক মানে আধান স্থাপন করে ঐ আধান দ্বারা অনুভূত বল পরিমাপ করতে হবে। অথবা ঐ বিন্দুতে যেকোনো মানের আধান স্থাপন করে অনুভূত বল এবং আধানের মানের অনুপাত নির্ণয় করতে হবে।






    1. Report
  5. Question:পরমাণু কখন তড়িতগ্রস্থ হয়? 

    Answer
    পরমাণুতে িইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান না হলে পরমাণু তড়িৎগ্রস্ত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd