স্থির তড়িৎ



  1. Question:সমজাতীয় ও সমপরিমাণ চার্জে চার্জিত দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে তাদের মধ্যে বিকর্ষণ বলের কী পরিবর্তন হতে বা ব্যাখ্যা কর। 

    Answer
    কুলম্বের সূত্রানুযায়ী দুটি সমজাতীয় চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক। সুতরাং দুটি সমজাতীয় চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল `1/3^2` বা 1/9 গুণ হবে। অর্থাৎ বিকর্ষণ বলের পরিমাণ পূর্বের বিকর্ষণ বলের 9 ভাগের এক ভাগ হবে।






    1. Report
  2. Question:বিভব পার্থক্য কাকে বলে? 

    Answer
    একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য বলে।






    1. Report
  3. Question:ঋণাত্মক বিভব কী? 

    Answer
    ঋণাত্মক আধানে আহিত পরিবাহকের বিভবকে ঋণাত্মক বিভব বলা হয়।






    1. Report
  4. Question:বিভব পার্থক্য কীভাবে আধান স্থানান্তরে ভূমিকা রাখে বর্ণনা কর। 

    Answer
    বিভব পার্থক্য মূলত উৎপন্ন হয় আধানের ঘনত্বের তারতম্যের কারণে। তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বা কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভবপার্থক্য থাকলে উচ্চ বিভবের বিন্দু হতে নিম্ন বিভবের বিন্দুতে ধনাত্মক আধান স্থানান্তরিত হয়। ঋণাত্মক আধান বা ইলেকট্রন বিবেচনা করলে নিম্ন বিভবের বিন্দু হতে উচ্চ বিভবের বিন্দুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এভাবে বিভব পার্থক্য আধান স্থানান্তরে ভূমিকা রাখে।






    1. Report
  5. Question:তড়িৎ বিভবের একক কী? 

    Answer
    তড়িৎ বিভবের একক ভোল্ট।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd