স্থির তড়িৎ



  1. Question:শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? 

    Answer
    শূন্যস্থানে কুলম্বের ধ্রুবকের মান `9xx10^9Nm^2C^(-2)`






    1. Report
  2. Question:কোনো চার্জিত বস্তুর আশেপাশের সকল বিন্দুর প্রবল্য সমান নয় কেন? 

    Answer
    আমরা জানি, কোনো চার্জিত বস্তুর চারপাশে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। এ তড়িৎ ক্ষেত্রে মধ্যে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করা হলে এর উপর যে তড়িৎ বল ক্রিযা করে তা ঐ বিন্দুর অবস্থা প্রাবল্য। q চার্জ হতে r দূরত্বে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল তথা ঐ বিন্দুর তড়িৎ প্রবাল্য,
    `E = C (qxx1)/r^2 = C q/r^2`
    সুতরাং তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, চার্জ থেকে ঐ বিন্দুর দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতে কমতে থাকে। তাই বলা যায়, কোনো চার্জিত বস্তুর আশেপাশের সকল বিন্দুর প্রবল্য সমান নয়।






    1. Report
  3. Question:বজ্রনাদ কী? 

    Answer
    বজ্রপাতের সাথে সাথে যে শব্দ শোনা যায় তাই বজ্রনাদ।






    1. Report
  4. Question:`E_1` এর মান `2xx10^(15) NC^(-1)` দ্বারা কী বোঝায়? 

    Answer
    `E_1` এর মান `2xx10^(15) NC^(-1)` দ্বারা বুঝানে হয় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1C মানের ধনাত্মক আধান স্থাপন করলে সেটি `2xx10^(15)N` বল অনুভব করবে।






    1. Report
  5. Question:তড়িৎ তীব্রতা কাকে বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর  তড়িৎ তীব্রতা বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd