স্থির তড়িৎ



  1. Question:ঘর্ষণের ফলে অনাহিত বস্তুর তড়িৎগ্রস্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে, তাই দুই বস্তুকে পরস্পরের সংস্পর্শের আনলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপর বস্তু ধনাত্মক আধানে আহিত হয়। তাই ঘর্ষণের ফলে অনাহিত বস্তু তড়িৎগ্রস্থ হয়।






    1. Report
  2. Question:তড়িৎ আধানের একক কী? 

    Answer
    তড়িৎ আধানের একক কুলম্ব।






    1. Report
  3. Question:স্থির তড়িৎ কীভাবে উৎপন্ন হয়? 

    Answer
    স্বাভাবিক অবস্থায় প্রতিটি পদার্থে সমান সংখ্যক প্রোটিন ও ইলেকট্রন থাকে। এর কারণে পদার্থসমূহ তড়িৎনিরপেক্ষ। কিন্তকু দুটি বস্তু যখন পরস্পরের সাথে ঘষা হয় তখন বস্তুদ্বয়ের ইলেকট্রন আসক্তি সমান না হওয়ায় একটি বস্তু ইলেকট্রন হারাবে এবং অপরটি গ্রহণ করবে। ইলেকট্রন হারানো বা লাভ করার ফলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান না হওয়ায় ব্সতু স্থির তড়িৎ লাভ করে।






    1. Report
  4. Question:চার্জ কাকে বলে? 

    Answer
    পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকেই আধান বা চার্জ বলে।






    1. Report
  5. Question:আধানযুক্ত কণিকা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    পরমাণুতে বিদ্যমান বিভিন্ন মেওলিক কণিকার মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন অন্যতম। এর মধ্যে নিউট্রন আধান বিহীন, প্রোটন ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক একই সংখ্যক ইলেকট্রন থাকে, ফলে প্রোটনসমূহের মোট ধনাত্মক আধান ইলেকট্রনসমূহের মোট ঋণাত্মক আধানের সমান হয়। তাই আধানযুক্ত কণিকা থাকা সত্ত্বেও পরমাণু তড়িৎ নিরপেক্ষ।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd