Question:ঘর্ষণের ফলে অনাহিত বস্তুর তড়িৎগ্রস্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
Answer
প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে, তাই দুই বস্তুকে পরস্পরের সংস্পর্শের আনলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপর বস্তু ধনাত্মক আধানে আহিত হয়। তাই ঘর্ষণের ফলে অনাহিত বস্তু তড়িৎগ্রস্থ হয়।