বল



  1. Question:অসাম্য বল কাকে বলে? 

    Answer
    যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে।






    1. Report
  2. Question:নিউটনের ৩য় সূত্র হতে কোন সূত্রটি বের করা যায়? 

    Answer
    নিউটনের ৩য় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র বের করা যায়।






    1. Report
  3. Question:দুর্বল নিউক্রীয় বল বলতে কী বোঝ? 

    Answer
    পরমাণুর অভ্যন্তরে নিউক্লিয়াসে মৌলিক কণা (যেমন প্রোটন ও নিউট্রন) এর মধ্যে যে স্বল্প মানের ও স্বল্প মানের ও স্বল্প পাল্লার বল ক্রিযা করে তাকে দূর্বল নিউক্লিয় বল বলে। এ্রই বলের পাল্লা `10^16m` এর কম। অর্থাৎ কণাগুলো এই দূরত্বের বেশি দূরত্বে থাকলে এই বল কার্যকর হয় না। এই বলের কারণে বিটা ক্ষয় ও তেজস্ক্রিয় ভাঙ্গন সংগঠিত হয়।






    1. Report
  4. Question:’জড়তা বস্তুর ভরের ওপর নির্ভর করে’-উদাহরণসহ ব্যাখ্যা কর। 

    Answer
    বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তুর স্থির অবস্থায় এবং গতিশীল বস্তু সুষম গতিকে একই দিকে চলতে চাওয়ার ধর্মকে জড়তা বলে। জড়তা দু’প্রকার স্থিতি জড়তা ও গতি জড়তা।
    আমরা আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা হতে দেখতে পাই, ভারী বস্তুকে স্থির অবস্থা হতে গতিশীল এবং গতিশীল অবস্থা হতে থামাতে হালকা বস্তুর চেয়ে বেশি মানের বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ বেশি কষ্টসাধ্য। তাই জড়তা বস্তুর ভরের উপর নির্ভর করে এবং প্রকৃতপক্ষে ভর হলো বস্তুর জড়তার পরিমাপ। উভয় প্রকার জড়তার ক্ষেত্রেই যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি।






    1. Report
  5. Question:স্পর্শ ও অস্পর্শ বলের মধ্যকার পার্থক্য লিখ। 

    Answer
    যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। অপরদিকে দুটি বস্তুর প্রত্যক্ষ্ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।
    সংজ্ঞানুসারে, অস্পর্শ বল দূর হতেই ক্রিযা করতে পারে যেখানে স্পর্শবলসমূহ বস্তুর উপর ক্রিয়া করার জন্য সংস্পর্শের প্রয়োজন হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd