পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:শব্দ দূষণ কী? 

    Answer
    শব্দের আধিক্য আমাদের দেহ ও মনের ওপর যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে শব্দ দূষণ বলে।






    1. Report
  2. Question:পর্যাবৃত্ত গতি কাকে বলে? 

    Answer
    কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক হতে অতিক্রম করে, তাহলে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে।






    1. Report
  3. Question:পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কারণ এই তরঙ্গ পানির কণার স্পন্দনের দিকে সাথে সমকোণো অগ্রসর হয় এবং তরঙ্গে পর্যায়ক্রমে তরঙ্গশীর্ষ ও তরঙ্গপাদ থাকে।






    1. Report
  4. Question:অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে? 

    Answer
    যে তরঙ্গ মাধ্যমের কম্পনের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য বলে।






    1. Report
  5. Question:বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি কেন? 

    Answer
    বায়ু অপেক্ষা পানির ঘনত্ব বেশি হওয়ায় পানিতে শব্দের বেগ বেশি। আমরা জানি, শব্দ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন এবং বায়ুর তুলনায় পানির স্থিতিস্থাপকতা ধর্ম অনেক বেশি। তাই একই কম্পাঙ্কের শব্দ যখন বায়ু ও পানির মধ্য দিয়ে গমন করে, তখন বায়ুর তুলনায় পানিতে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্য বৃহত্তর মানের হয়। তাই `v = flambda` 
    সূত্রানুসারে কম্পাঙ্ক (f) ধ্রুব থাকায় বায়ু অপেক্ষা পানিতে শব্দের বেগ বেশি হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd