পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:যান্ত্রিক তরঙ্গ কী? 

    Answer
    কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমে যে তরঙ্গের উদ্ভব হয় তাকে যান্ত্রিক তরঙ্গ বলে।






    1. Report
  2. Question:শব্দের তীব্রতা `2Wm^(-2)` বলতে কী বোঝ? 

    Answer
    শব্দের তীব্রতা `2m^(-2)` বলতে বুঝায় শব্দ বিস্তারের অভিমুখে লম্বভাবে `1m^2` ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 2J শব্দশক্তি প্রবাহিত হয়।






    1. Report
  3. Question:অনুপ্রস্থ তরঙ্গ কী? 

    Answer
    যে তরঙ্গ মাধ্যমের কণাসমূহের কম্পনের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে।






    1. Report
  4. Question:সব প্রতিফলিত শব্দ কি প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে? ব্যাখ্যা কর। 

    Answer
    সব প্রতিফলিত শব্দ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না।
    কোনো শ্বদ শোনার পর সেই শব্দের রেশ প্রায় 1/10 সেকেন্ড পর্যন্ত আমাদের মস্তিষ্কে থেকে যায়। ফলে কোনো শব্দের প্রতিধ্বনি শুনতে হলে প্রতিফলককে উৎস থেকে এমন দূরত্বে রাখতে হবে যেন মূল শ্বদ প্রতিফলিত হয়ে কানে ফিরে আসতে অন্তত 1/10 সেকেন্ড সময় নেয়। 
    0.1 সেকেন্ডের কম সময়ে আগত প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না বলে সব প্রতিফলিত শ্বদ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে না।






    1. Report
  5. Question:জাতি (Timbre) কী? 

    Answer
    সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যের জন্য বিভিন্ন উৎস থেকে উৎপন্ন একই প্রাবল্য ও তীক্ষ্মতাযুক্ত শব্দের মধ্যে পার্থক্য বোঝা যায় তাকে গুণ বা জাতি বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd