পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:আন্তর্জাতিক পদ্ধতিতে সময়ের ৈএকক নির্ধারণে আদর্শ হিসেবে কী ধরা হয়? 

    Answer
    একটি সিজিয়াম -133 পরমাণুর 9192631770 টি স্পন্দন সম্পন্নন করতে যে সময় লাগে সেই সময়কে সময়ের একক নির্ধারণে আদর্শ হিসেবে ধরা হয়।






    1. Report
  2. Question:আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কেলভিন নির্ধারণে কী ব্যবহার করা হয়? 

    Answer
    পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 ভাগকে তাপমাত্রার একক কেলভিন নির্ধারণে ব্যবহার করা হয়।






    1. Report
  3. Question:একক মোল কাকে বলে? 

    Answer
    যে পরিমাণ পদার্থে 0.012 কিলোগ্রাম কার্বণ-12 এ অবস্থিত পরমাণুর সমান সংখ্যক প্রাথমিক ইউনিট (যেমন পরমাণু, অনু, আয়ন, ইলেকট্রন ইত্যাদি বা এগুলোর নির্দিষ্ট কোন গ্রুপ) থাকে তাকে এক মোল বলে।






    1. Report
  4. Question:মিটার স্কেল কী? 

    Answer
    পরীক্ষাগারে দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে সরল যন্ত্র হলো মিটার স্কেল। এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেন্টিমিটার।






    1. Report
  5. Question:যান্ত্রিক ত্রুটি কাকে বলে? 

    Answer
    পদার্থবিজ্ঞানে পরীক্ষণের জন্য তথা মাপ জোখের জন্যে আমাদের যন্ত্রের প্রয়োজন হয়। সেই যন্ত্রে যদি ত্রুটি থাকে তাকে যান্ত্রিক ত্রুটি বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd