Question:সমতল দর্পণের ৪টি ব্যবহার লিখ।
Answer
সরল পেরিস্কোপ তৈরিতে সমতল দর্পণ ব্যবহার করা হয়। সমতল দর্পণের সাহায্যে আমরা আমাদের চেহারা দেখি। চোখের ডাক্তারগণ রোগীর দৃষ্টি শক্তি পরীক্ষা করার জন্য বর্ণমালা পাঠের সুবিধার্থে সমতল দর্পণ ব্যবহার করে থাকেন। পাহাড়ি রাস্তার বাঁকে দুর্ঘটনা এড়াতে এটি ব্যবহার করা হয়।