পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:আয়নার পেছনের দিকে পারদের প্রলেপ দেওয়া হয় কেন? 

    Answer
    আয়না কাচ দিয়ে তৈরি। কাচ স্বচ্ছ পদার্থ। ফলে কাচের উপর আলো পড়লে আপতিত আলোকরশ্মির বেশির ভাগ অংশই কাচের মধ্য দিয়ে প্রতিসৃত হয়ে অপর পাশে চলে যায়। খুব কম পরিমাণ আলোকরশ্মি প্রতিফলিত হয়। তাই অস্বচ্ছ পারদের প্রলেপ লাগিয়ে আয়না তৈরি করা হয়, যাতে বেশির ভাগ আলোকরশ্মি ঐ অস্বচ্ছ প্রলেপ কর্তৃক প্রতিফলিত হয় এবং আয়নায় প্রতিবিম্ব গঠিত হয়।






    1. Report
  2. Question:অবতল দর্পণ কাকে বলে? 

    Answer
    কোনো গোলকের অবতল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে অবতল দর্পণ বলে।






    1. Report
  3. Question:অসদ বিম্বের বৈশিষ্ট্য লিখ। 

    Answer
    অসদ বিম্বের বৈশিষ্ট্য নিম্নরূপ-
    ১. দর্পণের যে পাশে বস্তু থঅকে তার বিপরীত পাশে অসদবিম্ব গঠিত হয়।
    ২. অসদ বিম্ব সর্বদা সমশীর্ষ বা সোজা হয়।
    ৩. অসদ বিম্ব আকারে অবতল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা বড় বা বস্তুর সমান হয় কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু অপেক্ষা ছোট বা বস্তুর সমান হয়।






    1. Report
  4. Question:উত্তল দর্পণ কাকে বলে? 

    Answer
    কোনো গোলকের উত্তল পৃষ্ঠ যদি প্রতিফলকরূপে কাজ করে তবে তাকে উত্তল দর্পণ বলে।






    1. Report
  5. Question:আলোর প্রতিফলনের দ্বিতীয় সূত্রটি লিখ। 

    Answer
    প্রতিফলন কোণ আপতন কোণের সমান।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd