পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:সমতল দর্পণে দেখা প্রতিবিম্ব কী ধরণের ব্যাখ্যা কর। 

    Answer
    সমতল দর্পণে প্রতিবিম্বের ক্ষেত্রে তা দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত দর্পণ থেকে বিম্বের দূরত্বও তত হয়। প্রতিবিম্বের আকার লক্ষবস্তুর আকারের সমান হয়। সমতল দর্পণে প্রতিবিম্ব অবাস্তব ও সোজা হয়।






    1. Report
  2. Question:রৈখিক বিবর্ধন কাকে বলে? 

    Answer
    বিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে।






    1. Report
  3. Question:রৈখিক বিবর্ধন 10 বলতে কী বোঝ? ব্যাখ্যা কর। 

    Answer
    রৈখিক বিবর্ধন 10 বলতে বোঝায় যে, বিম্বের দৈর্ঘ্য ও লক্ষবস্তুর দৈর্ঘ্যের অনুপাত 10। অর্থাৎ বিম্বটি লক্ষবস্তুর 10 গুণ বড় হবে।






    1. Report
  4. Question:কে চোখের আকৃতি ঠিক রাখে? 

    Answer
    শ্বেতমন্ডল চোখের আকৃতি ঠিক রাখে।






    1. Report
  5. Question:ক্রান্তি কোণ ব্যাখ্যা কর। 

    Answer
    ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে আলোর প্রতিসরণের বেলায় আপতন কোণ অপেক্ষা প্রতিসরণ কোণ বৃহত্তর মানের হয় অর্থাৎ প্রতিসরিত রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়। আপতন কোণের মান বাড়াতে থাকলে প্রতিসরণ কোণের মানও বাড়তে থাকে। এক পর্যায়ে আপতন কোণের নির্দিষ্ট মানের জন্য প্রতিসরণ কোণ সর্বোচ্চ অর্থাৎ `90^0` হয় এবং প্রতিসরিত রশ্মি মাধ্যমদ্বয়ের বিভেদতল ঘেঁষে যায়, এই আপতন কোণকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের ক্রান্তি কোণ বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd