পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:বায়োমাস শক্তি বলতে কী বোঝ? 

    Answer
    বায়োমাস বলতে সেই সব জৈব পদার্থকে বোঝায় যাদেরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। সৌরশক্তির একটি ক্ষুদ্র ভগ্নাংশ যা সবুজ গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে বায়োমাসরূপে গাছপালার বিভিন্ন অংশে মজুদ থাকে। মানুষসহ অনেক প্রাণী খাদ্য হিসেবে বায়োমাস গ্রহণ করে তাকে শক্তিতে রূপান্তরিত করে জীবনের কর্মকান্ড সচল রাখে।






    1. Report
  2. Question:নৌকা থেকে আরোহী লাফ দিলে নৌকা পেছনের দিকে সরে যায় কেন? 

    Answer
    নৌকা থেকে আরোহী লাফ দিলে নিউটনের গতির ৩য় সূত্রানুসারে নৌকা পেছনের দিকে সরে যায়।
    নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া আছে। নৌকা থেকে আরোহী যখন লাফ দেয় তখন সে একটি বল প্রয়োগ করে। নৌকাটিও সমান ও বিপরীতমুখী একটি বল প্রয়োগ করে। ফলে আরোহী সামনের দিকে এবং নৌকা পিছনের দিকে সরে যায়।






    1. Report
  3. Question:অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? 

    Answer
    অভিকর্ষ বলের প্রভাবে ভূ-পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে।






    1. Report
  4. Question:সুষম ত্বরণ কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ঠ দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সে ত্বরণকে সুষম ত্বরণ বা সমত্বরণ বলে।






    1. Report
  5. Question:পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। 

    Answer
    পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হলো- স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব (h) অতিক্রম করে তা ঐ সময়ের (t) বর্গের সমানুপাতিক অর্থাৎ, `h prop t^2`। 
    কোনো বস্তুকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়তে দেওয়া হলে তবে এক সেকেন্ডে যদি এটি h দূরত্ব অতিক্রম করে তবে দুই সেকেন্ডে এটি `h xx 2^2` বা 4h দূরত্ব, তিন সেকেন্ডে এটি `h xx 2^2` বা 9h দূরত্ব অতিক্রম করবে। সুতরাং `t_1, t_2, t_3`..... সেকেন্ডে যদি বস্তুর অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে `h_1, h_2, h_3`....... ইত্যাদি হয় তবে `h_1/(t^2)_1=h_2/(t^2)_2=h_2/(t^2)_3`=..........= ধ্রুবক।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd