পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:কোনো বস্তুর ভরবেগ `500ms^(-1)` বলতে কী বোঝ? 

    Answer
    কোনো বস্তুর ভরবেগ `500ms^(-1)` বলতে বুঝায়- কোনো নির্দিষ্ট ভরের গতিশীল বস্তুর ভর ও বেগের গুণফল `500ms^(-1)` অর্থাৎ বস্তুর ভর x বেগ = `500kgxxm/s`






    1. Report
  2. Question:অসম বেগে চলমান বস্তুর বেগ কিসের ওপর নির্ভর করে? 

    Answer
    অসম বেগে চলমান বস্তুর বেগ সময়ের ওপর নির্ভর করে।






    1. Report
  3. Question:পর্যায়কাল কাকে বলে? 

    Answer
    পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো কণা যে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে পর্যায়কাল বলে।






    1. Report
  4. Question:স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যকার পার্থক্য ব্যাখ্যা কর। 

    Answer
    যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না তাদেরকে স্কেলার রাশি বলে। অপরদিকে, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বলে। শুধু মানের পরিবর্তনের দ্বারা স্কেলার রাশি পরিবর্তিত হয়। অপর পক্ষে, শুধু মানের বা শুধু দিকের বা উভয়ের পরিবর্তনের দ্বারা ভেক্টর রাশি পরিবর্তিত হয়।






    1. Report
  5. Question:অসম দ্রুতি কী? 

    Answer
    বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে তাহলে সে দ্রুতিকে অসম দ্রুতি বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd