Question:চোখের উপযোজন কাকে বলে?
Answer
যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে।
Question:চোখের উপযোজন কাকে বলে?
যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে চোখের উপযোজন বলে।
Question:স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কাকে বলে?
যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রন্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে।
Question:চোখের হ্রস্ব দৃষ্টি ত্রুটি কী?
চোখের হ্রস্ব দৃষ্টি হলো এক ধরনের চোখের রোগ। এই ত্রুটি গ্রস্থ চোখ দূরের জিনিস ভালভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়।
Question:চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি কী?
চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি হলো এক ধরনের চোখের রোগ। এই ত্রুটি প্রস্থ চোখ দূরের জিনিস দেখতে পায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না।
Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি?
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত দুইটি।