Question:মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ কী?
Answer
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মরীচিকা সৃষ্টি হয়।
Question:মরীচিকা সৃষ্টি হওয়ার কারণ কী?
আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ফলে মরীচিকা সৃষ্টি হয়।
Question:দৈনন্দিন জীবনে আলোর প্রতিসরণের ব্যবহার সংক্ষেপে আলোচনা কর।
চোখের ত্রুটি দূর করার জন্য আমরা নির্দিষ্ট ক্ষমতার লেন্স দ্বারা তৈরি চশমা ব্যবহার করি। চশমার মধ্য দিয়ে আগত আলোকরশ্মি প্রতিসৃত হয়ে চোখে পড়ে এবং বস্তু সঠিকভাবে দেখতে সহায়তা করে। সুতরাং দৃষ্টির ত্রুটি করতে আলোর প্রতিসরণ কাজ করে। আমরা ক্যামেরা দিয়ে ছবি তুলি, মাইক্রোস্কোপ দিয়ে অতি ক্ষুদ্র জিনিস বড় করে দেখি, টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস বড় করে দেখি। এসব যন্ত্রে আলোর প্রতিসরণ ধর্মকে ব্যবাহর করা হয়। স্বাস্থ্যের ক্ষেত্রেও টেলিযোগাযোগে আমরা যে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকি তাও আলোর প্রতিসরণ ধর্মের অবদান।
Question:পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কাকে বলে?
েআলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘুতর মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবতর্ে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে।
Question:শীতকালে ঐ ধরনের ঘটনা দেখা যায়নি কেন?
শীতকালে উপরেরা বায়ুস্তর হালকা এবং ভূ-পৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর ঘন থাকে। আলোক রশ্মি উপরের হালকা মাধ্যম থেকে নিচের ঘন মাধ্যমে আপতিত হলে, কোনো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে না। এজন্য শীতকালে রাস্তা ভেজা দেখা যায় না।
Question:আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র বিবৃত কর।
একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত সর্বদা ধ্রুবক।