পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:কীভাবে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে? 

    Answer
    চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষিগোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপী রঙের ঈষদচ্ছ আলোক সংবেদন আবরণকে রেটিনা বলে। এটি রড ও কোন নামে কতগুলো স্নায়ুতন্ত্র দ্বারা তৈরি। এই তন্ত্রগুলো চক্ষু স্নায়ুর সাথে সংযুক্ত থাকে। রেটিনার উপর আলো পড়লে তা ঐ স্নায়ুতন্ত্রতে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। ফলে মস্তিষ্কের দর্শনের অনুভূতি জাগে।






    1. Report
  2. Question:আমাদের দর্শনানুভূতির স্থায়িত্বকাল কত? 

    Answer
    মানুষের দর্শনানুভূতির স্থায়িত্ব কাল 1/10 সেকেন্ড বা 0.1 সেকেন্ড।






    1. Report
  3. Question:হ্রস্বদৃষ্টি কী ধরনের ত্রুটি- ব্যাখ্যা কর। 

    Answer
    হ্রস্বদৃষ্টি ত্রুটিগ্রস্থ চোখ দূরের জিনিস ভালোভাবে দেখতে পায় না কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখতে পায়। এমন কি এই দূরত্ব চোখের নিকট বিন্দু 25 cm এরও কম হয়। সুতরাং চোখের নিকটবিন্দু 25cm এর কম হলে হ্রস্বদৃষ্টি ত্রুটিসম্পন্ন বলে ধরে নেওয়া হয়। অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে বা চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে অর্থাৎ, অভিসারী ক্ষমতা বেড়ে গেলে এই ত্রুটি দেখা দেয়।






    1. Report
  4. Question:চোখের প্রধান ত্রুটি কয়টি? 

    Answer
    চোখের প্রধান ত্রুটি দুইটি।






    1. Report
  5. Question:হ্রস্বদৃষ্টি সম্পন্ন ব্যক্তির চোখের নিকটবিন্দু কমে যায় কেন? 

    Answer
    স্বাভাবিক চোখের নিকট বিন্দু চোখ হতে 25 সে.মি. দূরত্বে অবস্থিত হয়। কিন্তু হ্রস্বদৃষ্টি সম্পন্ন চোখের অভিসারী ক্ষমতা স্বাভাবিক চোখের চেয়ে অনেক বেশি হয়। ফলে এরূপ চোখের ক্ষেত্রে 25 সে.মি. অপেক্ষা অনেক কম দূরত্বের বস্তু স্পষ্টভাবে দেখা সম্ভব হয় বলে এর নিকটবিন্দু স্বাভাবিক চোখের নিকটবিন্দু অপেক্ষা নিকটতর হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd