পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:সাধারণ কাচ লেন্স অপেক্ষা চক্ষুলেন্স কীরূপে পৃথক-আলোচনা কর। 

    Answer
    চক্ষু লেন্সের পিছনের দিকের বক্রতা সামনের দিকের বক্রতার চেয়ে কিছুটা বেশি। অপর দিকে সাধারণ কাচ লেন্সের উভয় দিকের বক্রতার সমান। এর বক্রতার পরিবর্তিত হয় না এবং ফোকাস দূরত্ব ও পরিবর্তনযোগ্য হয় না। পক্ষান্তরে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনযোগ। এ দিক হতেই সাধারণ কাচ লেন্স অপেক্ষা চক্ষুলেন্স পৃথক।






    1. Report
  2. Question:স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলতে কী বোঝ? 

    Answer
    যেকোনো বস্তুকে চোখের যত নিকটে নিয়ে আসা যায় বস্তুটওে তত স্পষ্ট দেখা যায়। কিন্তু কাছে আনতে আনতে এমন একটা দূরত্ব আসে যখন আর বস্তুটি খুব স্পষ্ট দেখা যায় না। যে ন্যূনতম দূরত্ব পর্যন্ত চোখ বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায় তাকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে। স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব প্রায় ২৫ সেন্টিমিটার।






    1. Report
  3. Question:হ্রস্বদৃষ্টি ত্রুটি প্রতিকারে অবতল লেন্স ব্যবহার করতে হয় কেন? 

    Answer
    চোখের লেন্সের অভিসারী ক্ষমতা বেড়ে যাবার জন্য হ্রস্বদৃষ্টি ত্রুটির উদ্ভব হয়। দৃষ্টির এ ত্রুটি সংশোধন করার জন্য সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করা হয়। তাছাড়া একমাত্র অবতল লেন্সই লক্ষবস্তুর চেয়েও নিকটে সোজা ও অবাস্তব প্রতিবিম্ব গঠন করে বলে এক্ষেত্রে চোখের লেন্সের সামনে সহায়ক লেন্স বা চশমা হিসেবে অবতল লেন্স ব্যবহার করতে হয়।






    1. Report
  4. Question:আধান বলতে কী বোঝ? 

    Answer
    পদার্থের মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হলো আধান।






    1. Report
  5. Question:ঘর্ষণে কেন বস্তু আহিত হয় বুঝিয়ে দাও। 

    Answer
    কোনো বস্তুর সাথে আরেকটি বস্তুর ঘর্ষণ হলে বা সংস্পর্শে আনা হলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি তা অপর বস্তু হতে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপরটি ধনাত্মক আধানে আহিত হয়। এভাবে ঘর্ষণের ফলে  কোনো বস্তু আহিত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd