পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:তড়িৎ বলরেখা কাকে বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধানাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমন করে তাকে তড়িৎ বলরেখা বলে।






    1. Report
  2. Question:তড়িৎক্ষেত্রের বিস্তৃতি ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো আধানের চারপাশে একটি এলাকা জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় যে এলাকার মধ্যে অন্য কোনো আধান স্থাপন করা হলে এর উপর একটি বল ক্রিয়া করে। এ এলাকাকে তড়িৎক্ষেত্র বলে।
    তাত্ত্বিকভাবে তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।






    1. Report
  3. Question:তড়িৎবীক্ষণ যন্ত্র কী? 

    Answer
    যে যন্ত্রের সাহায্যে কোন বস্তু তড়িৎগ্রস্থ কিনা তা যাচাই করা যায় এবং তড়িৎগ্রস্থ বস্তুর চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।






    1. Report
  4. Question:একটি বস্তু চার্জিত বা অচার্জিত তা তুমি কীভাবে পরখ করবে?- ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তু চার্জিত কি-না জানতে বস্তুটিকে একটি রেশম সুতার সাহায্যে ঝুলিয়ে অপর েএকটি চার্জিত বস্তুকে বস্তুটির নিকট আনলে যদি আকর্ষণ ঘটে তবে বস্তুটি অচার্জিত বা বিপরীত চার্জে চার্জিত হতে পারে। কিন্তু যদি বিকর্ষণ ঘটে তবে বস্তুটি অবশ্যই সমজাতীয় চার্জে চার্জিত। বস্তুটি যদি ধনাত্মক ও ঋণাত্মক উভয় জাতীয় চার্জ দ্বারা আকর্ষিত হয় তবে বস্তুটি অচার্জিত।






    1. Report
  5. Question:তড়িৎক্ষেত্রে তীব্রতা কাকে বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd