পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:বজ্র নিরোধক কী? 

    Answer
    অনাকাঙ্খিত বজ্রপাত থেকে বাড়িঘর রক্ষার জন্য বাড়ির ছাদের চেয়ে উঁচু করে ধাতব দন্ডের সাহায্যে মাটির অনেক গভীর পর্যন্ত পুতে রাখা হয় এবং এই দন্ডকেই বজ্র নিরোধক বলে।






    1. Report
  2. Question:আকাশে বিজলী চমকায় কেন? 

    Answer
    মেঘে মেঘে ঘর্ষণের ফলে স্থির বৈদ্যুতিক আধান উৎপন্ন হয়। আহিত দুৎটি মেঘ খন্ডের অবস্থান কাছাকাছি থাকলে বিদ্যুৎক্ষরণ চলতে থাকে এবং আলোর ঝলকানি দেখা যায়। এভাবেই আকাশে বিজলী চমকায়।






    1. Report
  3. Question:ধারক কী? 

    Answer
    যে যান্ত্রিক কৌশল চার্জ সঞ্চয় করে রাখতে পারে এবং প্রয়োজনের সময় চার্জ সরবরাহ করে তাকে ধারক বলে।






    1. Report
  4. Question:ট্যাংকারে জ্বালানী পূর্ণ করার পূর্বে ট্যাংকারকে ভূ-সংযুক্ত করা হয় কেন? 

    Answer
    ট্যাংকারে জ্বালানী পূর্ণ করার সময় স্থির বিদ্যুৎ উৎপন্ন হয়ে জ্বালানীতে আগুন ধরে যেতে পারে বলে ট্যাংকারকে ভূ-সংযুক্ত করা হয় যেন উৎপন্ন বিদ্যুৎ নিউট্রাল হয়ে যায়।






    1. Report
  5. Question:তড়িৎ আবেশ কাকে বলে? 

    Answer
    েএকটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd