Question:সমধর্মী দুটি আধানের মাঝে কী ধরনের বল ক্রিয়া করে?
Answer
সমধর্মী দুটি আধানের মাঝে বিকর্ষণ বল ক্রিয়া করে।
Question:সমধর্মী দুটি আধানের মাঝে কী ধরনের বল ক্রিয়া করে?
সমধর্মী দুটি আধানের মাঝে বিকর্ষণ বল ক্রিয়া করে।
Question:কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।
নির্দিষ্ট মাধ্যমে দুৎটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিযা করে।
Question:এক কুলম্ব এর সংজ্ঞা দাও।
সমপরিমাণ এবং সমধর্মী দুৎটি আধান শূন্য মাধ্যমের পরস্পর 1m দূরত্বে ্যেথকে পরস্পর যদি পরস্পরকে `9xx10^9N` বলে বিকর্ষণ করে তবে আধান দুৎটির প্রত্যেককে 1 কুলম্ব বলে।
Question:দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কীসের ওপর নির্ভর করে- বর্ণনা কর।
দুটি বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে এবং সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। দুটি আধানের মধ্যবর্তী এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ভর করে- ১. আধান দুইটির পরিমাপের ওপর ২. আধান দুইটির মধ্যবর্তী দূরত্বের ওপর ৩. আধান দুইটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির ওপর
Question:কুলম্বের সূত্রটি লিখ।
নির্দিষ্ট মাধ্যমে দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফরের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক এবং এর বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিযা করে।