Question:বজ্রনাদ কী?
Answer
বজ্রপাতের সাথে সাথে যে শব্দ শোনা যায় তাই বজ্রনাদ।
Question:বজ্রনাদ কী?
বজ্রপাতের সাথে সাথে যে শব্দ শোনা যায় তাই বজ্রনাদ।
Question:`E_1` এর মান `2xx10^(15) NC^(-1)` দ্বারা কী বোঝায়?
`E_1` এর মান `2xx10^(15) NC^(-1)` দ্বারা বুঝানে হয় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি 1C মানের ধনাত্মক আধান স্থাপন করলে সেটি `2xx10^(15)N` বল অনুভব করবে।
Question:তড়িৎ তীব্রতা কাকে বলে?
তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।
Question:সমজাতীয় ও সমপরিমাণ চার্জে চার্জিত দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে তাদের মধ্যে বিকর্ষণ বলের কী পরিবর্তন হতে বা ব্যাখ্যা কর।
কুলম্বের সূত্রানুযায়ী দুটি সমজাতীয় চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক। সুতরাং দুটি সমজাতীয় চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল `1/3^2` বা 1/9 গুণ হবে। অর্থাৎ বিকর্ষণ বলের পরিমাণ পূর্বের বিকর্ষণ বলের 9 ভাগের এক ভাগ হবে।
Question:বিভব পার্থক্য কাকে বলে?
একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করতে সম্পন্ন কাজের পরিমাণকে ঐ দুই বিন্দুর বিভব পার্থক্য বলে।