Question:ঋণাত্মক বিভব কী?
Answer
ঋণাত্মক আধানে আহিত পরিবাহকের বিভবকে ঋণাত্মক বিভব বলা হয়।
Question:ঋণাত্মক বিভব কী?
ঋণাত্মক আধানে আহিত পরিবাহকের বিভবকে ঋণাত্মক বিভব বলা হয়।
Question:বিভব পার্থক্য কীভাবে আধান স্থানান্তরে ভূমিকা রাখে বর্ণনা কর।
বিভব পার্থক্য মূলত উৎপন্ন হয় আধানের ঘনত্বের তারতম্যের কারণে। তড়িৎ ক্ষেত্রের দুটি বিন্দুর মধ্যে বা কোনো বর্তনীর দুটি বিন্দুর মধ্যে বিভবপার্থক্য থাকলে উচ্চ বিভবের বিন্দু হতে নিম্ন বিভবের বিন্দুতে ধনাত্মক আধান স্থানান্তরিত হয়। ঋণাত্মক আধান বা ইলেকট্রন বিবেচনা করলে নিম্ন বিভবের বিন্দু হতে উচ্চ বিভবের বিন্দুতে ইলেকট্রন স্থানান্তরিত হয়। এভাবে বিভব পার্থক্য আধান স্থানান্তরে ভূমিকা রাখে।
Question:তড়িৎ বিভবের একক কী?
তড়িৎ বিভবের একক ভোল্ট।
Question:ঘর্ষণের ফলে অনাহিত বস্তুর তড়িৎগ্রস্থ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
প্রত্যেক পরমাণুরই প্রয়োজনের অতিরিক্ত ইলেকট্রনের প্রতি আসক্তি থাকে, তাই দুই বস্তুকে পরস্পরের সংস্পর্শের আনলে যে বস্তুর ইলেকট্রন আসক্তি বেশি সে বস্তু অপর বস্তু থেকে ইলেকট্রন সংগ্রহ করে ঋণাত্মক আধানে আহিত হয় এবং অপর বস্তু ধনাত্মক আধানে আহিত হয়। তাই ঘর্ষণের ফলে অনাহিত বস্তু তড়িৎগ্রস্থ হয়।
Question:তড়িৎ আধানের একক কী?
তড়িৎ আধানের একক কুলম্ব।