পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:পরিবাহক কাকে বলে? 

    Answer
    যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহক বা পরিবাহী বলে।






    1. Report
  2. Question:অপরিবাহক কাকে বলে? 

    Answer
    যে সকল পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহক বলে।






    1. Report
  3. Question:আবিষ্ট আধান কাকে বলে? 

    Answer
    তড়িৎ আবেশ প্রক্রিয়ায় কোনো অনাহিত পরিবাহীতে যে আধানের সঞ্চার হয় তাকে আবিষ্ট আধান বলে।






    1. Report
  4. Question:তড়িৎক্ষেত্রের প্রাবল্যকে কী বলে? 

    Answer
    তড়িৎক্ষেত্রের প্রাবল্যতাকে তড়িৎ তীব্রতা বলে।






    1. Report
  5. Question:তড়িৎ বিভব কাকে বলে? 

    Answer
    অসীম দূরত্ব থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd