পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:পরিবাহকের বিভব কাকে বলে? 

    Answer
    অসীম থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে তড়িৎ বল দ্বারা বা তড়িৎ বলের বিরুদ্ধে যে পরিমান কাজ সম্পন্ন হয় তাকে ঐ পরিবাহকের বিভব বলে।






    1. Report
  2. Question:মেঘ গর্জন কী? 

    Answer
    বিদ্যুৎচ্চমকের সময় মেঘের চবার পাশের বায়ুমন্ডলের চাপের সংকোচন ও প্রাসরণের ফলে যে প্রচন্ড শব্দের সৃষ্টি হয় তাকে মেঘ গজণ বলে।






    1. Report
  3. Question:চুল আচড়ে চিরুনী ছোট ছোট কাগজের টুকরার কাছে আনলে তা আকর্ষণ করে কেন? 

    Answer
    চিরুনী দ্বারা চুল আচড়ানো হলে চিরুনীতে স্থির তড়িৎ উৎপন্ন হয়। এবার এ চিরুনী ছোট ছোট কাগজের টুকরার কাছে আনলে কাগজগুলোতে বিপরীতধর্মী আধানের সঞ্চার হয় বলে চিরুনীটি কাগজের টুকরাগুলোকে আকর্ষণ করে।






    1. Report
  4. Question:আধান চলাচলের ওপর ভিত্তি করে পদার্থসমূহ কয়ভাগে ভাগ করা যায়- ব্যাখ্যা কর। 

    Answer
    আধান চলাচলের ওপর ভিত্তি করে পদার্থসমূহকে দুইভাগে ভাগ করা যায়, পরিবাহী ও অপরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান সহজে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহক বা পরিবাহী বলে। যেমন- ধাতব পদার্থ, মাটি, মানবদেহ প্রভৃতি। অপর পক্ষে যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ তথা আধান চলাচল করতে পারে না তাদেরকে অন্তরক বা অপরিবাহক বলে। যেমন কাঠ, কাগজ, কাচ ইত্যাদি।






    1. Report
  5. Question:বিভব পার্থক্যের ব্যবহারিক প্রয়োগ ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি বস্তু বা বিন্দুর মধ্যে বিভবপার্থক্য থাকলে এদের একটি হতে অপরটিতে আধানের স্থানান্তর ঘটে, এভাবে তড়িৎপ্রবাহের সৃষ্টি হয়। সৃষ্ট তড়িৎপ্রবাহ কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যদিয়ে অতিক্রম করলে এক পর্দায় ছবি দেখতে পাই, হিটারের মধ্যে দিয়ে অতিক্রম করলে তাপ উৎপন্ন হয়। বিদ্যুৎশক্তি হলো শক্তির সবচেয়ে সুবিধাজনক রূপ এবং এটি হতে অপরশক্তি পাওয়া যায় বিভব পার্থক্যকে ব্যবহারিকভাবে প্রয়োগ করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd