পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বলের পার্থক্য লেখ। 

    Answer
    মহাকর্ষ বল ও তাড়িতচৌম্বক বলের প্রধান পার্থক্যগুলো হলো-
    ১. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে ভরজনিত কারণে ক্রিয়াশীল বল হলো মহাকর্ষ বল। কিন্তু তাড়িতচৌম্বক বল হলো দুটি আহিত কণা বা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল।
    ২. মহাকর্ষ বল শুধু আকর্ষণধর্মী কিন্তু তাড়িতচৌম্বক বল আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী যেকোনো প্রকারের হতে পারে।
    ৩. বস্তুর ভরের কারণে মহাকর্ষ বলের উদ্ভব ঘটে কিন্তু বস্তুর আধানের কারণে তাড়িতচৌম্বক বলের উদ্ভব ঘটে।
    ৪. মৌলিক বলগুলোর মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বলতম বল, তাড়িত চৌম্বক বল মহাকর্ষ বলের তুলনায় বেশি শক্তিশালী।






    1. Report
  2. Question:রোধ কাকে বলে? 

    Answer
    মুক্ত ইলেকট্রন কোনো পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় এর অভ্যন্তরের অণু পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে এদের গতি বাধাপ্রাপ্ত হয় এবং তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহীর এই ধর্মকে রোধ বলে।






    1. Report
  3. Question:তাপমাত্রা ধ্রুব না থাকলে ওহমের সূত্র প্রজোয্য হবে কি ব্যাখ্যা কর। 

    Answer
    তাপমাত্রা স্থির না থাকলে ওহমের সূত্র প্রযোজ্য হবে না। কারণ তখন তড়িৎপ্রবাহ I এবং বিভব V সমানুপাতিক হয় না। তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রোধের পরিবর্তন হয়। তাই ওহমের সূত্র এ ক্ষেত্রে প্রযোজ্য নয়।






    1. Report
  4. Question:আধান কী? 

    Answer
    পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মই হচ্ছে আধান।






    1. Report
  5. Question:তড়িৎ ক্ষেত্রের নিরপেক্ষ বিন্দু বলতে কী বোঝায়? 

    Answer
    সমান বা অসমান মানের দুটি ধনাত্মক বা দুটি ঋণাত্মক আধান পাশাপাশি স্থাপন করলে এদের সৃষ্ট তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলো পরস্পর থেকে দূরে সরে যাবে, ফলে দুই আধানের মাঝখানে কোনো একটি অঞ্চলে কোনো বলরেখা থাকে না। এই স্থানে কোনো আধান স্থাপন করলে সেটি কোনো বল লাভ করবে না। এই বিন্দুকে নিরপেক্ষ বিন্দু বলা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd