পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:সমান্তরাল সংযোগ কী? 

    Answer
    কতগুলো রোধ বা বৈদ্যুতিক উপকরণ যদি এমনভাবে সংযোগ দেয়া হয় যেন প্রত্যেকটির এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে, তবে উপকরণগুলোর এরূপ সংযোগকে সমান্তরাল সঙযোগ বলে।






    1. Report
  2. Question:সুলম্বের সূত্র ব্যাখ্যা কর। 

    Answer
    কুলম্বের সূত্রানুসারে, নির্দিষ্ট মাধ্যমে দু’টি আহিত বস্তুর মধ্যে ক্রিযাশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তাদের আধানের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল তাদের সঙযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে।
    ধরি কোনো, দুটি আধানের পরিমাণ যথাক্রমে `q_1` ও `q_2` এবং এদের মধ্যবর্তী দূরত্ব d।  এদের মধ্যবর্তী ক্রিযাশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে, কুলম্বের সূত্রানুসারে, 
    `F prop (q_1q_2)/d^2`
    বা, `F = C (q_1q_2)/d^2`
    এখানে, C একটি সমানুপাতিক ধ্রুবক। S.I. এককে বলকে N, দূরত্বকে m এবং আধানকে C এককে পরিমাপ করা হলে শূন্যস্থানে এই ধ্রুবকের মান হবে `9xx10^9Nm^2C^(-2)`।






    1. Report
  3. Question:কুলম্বের সূত্র বিবৃত কর। 

    Answer
    কুলম্বের সূত্রটি হলো- একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী আকর্ষণ বল আধানদ্বয়ের পরিমাণের গুণফলে সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিযা করে।






    1. Report
  4. Question:বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না কেন? 

    Answer
    ধাতব খুঁটি বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ থাকে না।
    বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সরাসরি সংযোগ দলে খুঁটির মধ্য দিয়ে বিদ্যুৎ ভূ-পৃষ্ঠে প্রবাহিত হয়। ফলে কোনো প্রাণী খুঁটির সংস্পর্শে এলে শক লেগে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দূর্ঘটনার শিকার হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই বিদ্যুৎ লাইনের সাথে ধাতব খুঁটির সংযোগ না দিয়ে অপরিবাহী পদার্থ পোর্সেলিনের কাপের সাথে বিদ্যুৎ সরবরাহ লাইন সংযোগ দেয়া হয়।






    1. Report
  5. Question:তড়িৎ তীব্রতা কাকে বলে? 

    Answer
    তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানে স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, তাকে ঐ বিন্দুর তড়িৎ তীব্রতা বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd