Question:ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়?
Answer
ঋণাত্মক ত্বরণকে মন্দুন বলা হয়।
Question:ঋণাত্মক ত্বরণকে কী বলা হয়?
ঋণাত্মক ত্বরণকে মন্দুন বলা হয়।
Question:গড়বেগ ব্যাখ্যা কর।
কোনো বস্তু অসম বেগে চললে েএকক সময়ে গড়ে যে দূরত্ব অতিক্রম করেতাকে গড় বেগ বলে। নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্বকে সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়অ যায়। s সময়, t দূরত্ব অতিক্রম বলে গড় বেগ। `bar v = s/t`
Question:গতি কাকে বলে?
যখন কোনো বস্তু সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করে তখন বস্তুটিকে গতিশীল এবং বস্তুর এ অবস্তাকে গতি বলে।
Question:সমবেগে গতিশীল বসতউর সরণ-সময় লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? কেন?
সমবেগে গতিশীল বস্তুর সরণ-সময় লেখচিত্র মূল বিন্দুগামী সরল রেখা হবে। কারণ সমবেগের ক্ষেত্রে সরণ, s=vt। যা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ।
Question:পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটি লিখ?
স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ৈঐ সময়ের সমানুপাতিক।