পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:আবিষ্ট ভোল্টেজ কী? 

    Answer
    একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীতে যে ক্ষণস্থায়ী ভোল্টেজের সৃষ্টি হয় তাকে আবিষ্ট ভোল্টেজ বলে।






    1. Report
  2. Question:তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো তারের মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহের ফলে উৎপন্ন চৌম্বকক্ষেত্রের দিক হয় লম্বদিকে। প্রকৃতপক্ষে, বৃদ্ধাঙ্গুলি খাড়া রেখে ডান হাত মুষ্টিবদ্ধ করলে বৃদ্ধাঙ্গুলি যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে তাহলে অন্য আঙ্গুলগুলো দিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশিত হবে। যেমন- সোজা তারে তড়িৎপ্রবাহ খাড়া নিচের দিকে এলে চৌম্বকক্ষেত্রের বলরেখাগুলো ঘড়ির কাঁটার দিকাভিমুখী হবে।






    1. Report
  3. Question:তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কাকে বলে? 

    Answer
    কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়াকে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।






    1. Report
  4. Question:মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে কেন? 

    Answer
    পৃথিবী একটি বিরাট চুম্বক। পৃথিবীর চৌম্বক উত্তর মেরুতে ও চৌম্বক দক্ষিণ মেরুতে বিদ্যমান চৌম্বক ক্ষেত্রের প্রভাবে মুক্তভাবে ঝুলন্ত একটি চুম্বক শলাকা উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করে।






    1. Report
  5. Question:সলিনয়েড কাকে বলে? 

    Answer
    একটি অন্তরিত পরিবাহী তারকে একটি সিলিন্ডারের গায়ে ঘন করে জড়ানো হলে যে কুন্ডলী তৈরি হয় তাকে সলিনয়েড বলে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd