Question:একটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে কী হবে?
Answer
েএকটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে এর প্রাবল্য বেড়ে যাবে।
Question:একটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে কী হবে?
েএকটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে এর প্রাবল্য বেড়ে যাবে।
Question:সলিনয়েডের প্রাবল্য বাড়ানোর জন্য কী ব্যবস্থা নেয়া যেতে পারে- ব্যাখ্যা কর।
সলিনয়েডের প্রাবল্য বাড়ানোর জন্য নিম্নোক্ত ব্যবস্থা নেয়া যেতে পারে: ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে। ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচ বা পাক সংখ্যা বৃদ্ধি করে।
Question:তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কী?
কোনো পরিবাহীর মধ্যে দিযে তড়িৎ প্রবাহিত হলে এর চারপার্শ্বে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।
Question:তড়িৎ মোটর কাকে বলে?
যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ মোটর বলে।
Question:জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে?
জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।