Question:কম্পিউটারের সি.পি.ইউ কী?
Answer
কম্পিউটারের যে অংশে তথ্য প্রক্রিয়াজাত করা হয় তাকে বলা হয় সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট।
Question:কম্পিউটারের সি.পি.ইউ কী?
কম্পিউটারের যে অংশে তথ্য প্রক্রিয়াজাত করা হয় তাকে বলা হয় সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট।
Question:কম্পিউটারের ইনপুট কাকে বলে?
কম্পিউটারের যে অংশে তথ্য গ্রহণ করে তাকে বলা হয় কম্পিউটারের ইনপুট বা গ্রহণমুখ।
Question:কম্পিউটারের আউটপুট কাকে বলে?
কম্পিউটারের যে প্রান্ত থেকে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় কম্পিউটারের আউটপুট।
Question:কম্পিউটারের হার্ডওয়্যার কাকে বলে?
যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় হার্ডওয়্যার।
Question:কম্পিউটারের সফটওয়্যার কী?
সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারকে কী কাজ করতে হবে তা বলে দেয়।