Question:বিটা কণা কী?
Answer
বিটা কণা হলো এক ধরনের ধনাত্মক আধানযুক্ত কণা, এটির ভর ইলেকট্রনের ভরের সমান।
Question:বিটা কণা কী?
বিটা কণা হলো এক ধরনের ধনাত্মক আধানযুক্ত কণা, এটির ভর ইলেকট্রনের ভরের সমান।
Question:ডিজিটাল সংকেত কী?
ডিজিটাল সংকেত হলো সেই যোগাযোগ সংকেত যা শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে এবং এরা ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে।
Question:অ্যামপ্লিফায়ার কী?
অ্যামপ্লিফায়ার হলো এমন একটি যন্ত্রাংশ যা বিভিন্ন কাজে তড়িৎ প্রবাহ ও ভোল্টেজকে বিবর্ধন করে।
Question:ট্রানজিস্টর কী?
ট্রানজিস্টর হলো একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।
Question:ট্রানজিস্টরে ভূমি স্তর কী?
ট্রানজিস্টরের সরু p-টাইপ অঞ্চলকে ভূমি স্তর বলা হয়।