পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:আলফা ও বিটা কণার পার্থক্য ব্যাখ্যা কর। 

    Answer
    আলফা ও বিটা কণার মধ্যে পার্থক্য নিম্নরূপ-
    ১. আলফা কণা হলো একটি হিলিয়াম নিউক্লিয়াস, অপরদিকে বিটা রশ্মি  হলো ঋণাত্মক ইলেকট্রনের প্রবাহ।
    ২. বিটা রশ্মির ভেদন ক্ষমতা আলফা কণার তুলনায় বেশি। আলফা কণা বাতাস ভেদ করতে না পারলেও বিটা রশ্মি তা পারে।
    ৩. আলফা রশি।মর কণাসমূহকে মারাত্মক ক্ষতিকর ও বিপদজনক বিবেচনা করা হলেও বিটা কণাসমূহকে এরূপ বিবেচনা করা হয় না।
    ৪. আলফা কণষার ভর হাইড্রোজেন পরমাণুর চারগুণ এবং বিটা কণার ভর ইলেকট্রনের সমান।
    ৫. আলফা কণার আধান `+3.2xx10^(-19)C` এবং বিটা কণার আধান `-1.6xx10^(-19)C`।
    ৬. আলফা কণার বেগ আলোর বেগের শতকরা ১০ ভাগ, পক্ষান্তরে বিটা কণার বেগ আলোর দ্রুতির শতকরা ৫০ ভাগ তবে ৯৮ ভাগ পর্যন্ত হতে পারে।






    1. Report
  2. Question:সমন্বিত বর্তনী কী? 

    Answer
    সমন্বিত বর্তনী বা আইসি হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জহায়গায় লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎ বর্তনী সংযুক্ত বা অঙ্গীভূত থাকে।






    1. Report
  3. Question:ইন্টারনেট কাকে বলে? এর দ্বারা কী কী কাজ করা যায়? 

    Answer
    ইন্টারনেট হলো অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক বা সংযুক্ত করেছে বিভিন্ন দেশের প্রায় ৪,০০,০০০ এর বেশি ছোট ছোট নেটওয়ার্ককে। 
    ইন্টারনেটের মাধ্যমে আরা ওয়েব সাইট ব্রাউজিং করতে পারি, ই-মেইল পাঠাতে এবং গ্রহণ করতে পারি ও ভিডিও কনফারেন্সিং করতে পারি। আড্ডা দিতে পারি এবং গল্প গুজব করতে পারি, ট্রেন, বাস বা প্লেনের টিকিট বুকিং দিতে পারি এবং ইলেট্রনিক কমার্স বা ব্যবসা-বাণিজ্য, ই-ব্যাংকিং ও শপিং করতে পারি। ইলেকট্রনিকভাবে যেকোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে ও গ্রহণ করতে পারি। এছাড়া যেকোনো সময় অনলাইন লাইব্রেরির হাজার হাজার বই, জার্নাল ও ম্যাগাজিন ইত্যাদির সন্ধান পেতে পারি এবং প্রয়োজনে পাঠ করতে পারি অথবা ‘ডাউনলোড’ করে ছেপে বের করে নিতে পারি।






    1. Report
  4. Question:ফ্যাক্স কীভাবে কাজ করে বর্ণনা কর। 

    Answer
    আধুনিক ফ্যাক্স মেশিন হলো একটি উন্নত প্রযুক্তির তড়িৎ আলোকীয় মেশিন। এখানে ইলেকট্রনিক উপায়ে মূল ডকুমেন্টকে স্ক্যানিং করা হয়। এরপর স্ক্যানকৃত সংকেতকে গ্রহণ করে মোডেমের সাহায্যে ডিমডুলেট করে মূল ডকুমেন্টে পরিণত করে। একটি প্রিন্টার এই মূল ডকুমেন্টকে হুবহু ছেপে বের করে।






    1. Report
  5. Question:আলফা কণা কী? 

    Answer
    আলফা কণা হলো দুই একক ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd