পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:বেকরেল কাকে বলে? 

    Answer
    তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তার নাম বেকরেল।






    1. Report
  2. Question:’গামা রশ্মি এক প্রাকর তাড়িৎচৌম্বক তরঙ্গ’- ব্যাখ্যা কর। 

    Answer
    গামা রশ্মি আধান নিরপেক্ষ এবং ভরবিহীন। এই রশ্মি তড়িৎ ও চৌম্বকক্ষেত্র দ্বারা বিদ্যুৎ হয় না। এর দ্রুতি আলোর সমান অর্থাৎ `3xx10^8ms^(-1)` দুর্বল আয়নায়ন ক্ষমতা সম্পন্ন হলেও এই রশ্মি প্রতিপ্রভা সৃষ্টি করতে পারে। এরূপে গামা রশ্মির বেশিরভাগ ধর্ম তাড়িৎচৌম্বক তরঙ্গরূপে সনাক্ত করা যায়।






    1. Report
  3. Question:গামা রশ্মি কী? 

    Answer
    গামা রশ্মি এক ধরনের তাড়িৎ চৌম্বক তরঙ্গ এবং আধান নিরপেক্ষ রশ্মি।






    1. Report
  4. Question:তেজস্ক্রিয়তা প্রকৃতি নিয়ন্ত্রিত বলতে কী বুঝ? 

    Answer
    তেজস্ক্রিয় বিকিরণ স্বতঃস্ফূর্ত ঘটনা। এটি নিউক্লিয়াস থেকে নির্গত হয়। কখন কোন নিউক্লিয়াসের ভাঙ্গন ঘটবে তা কেউ বলতে পারে না। বাহ্যিক কোনো চাপ, তাপ, তড়িৎ ও চুম্বক ক্ষেত্র বা অন্য কোন ক্ষেত্র এই রশ্মি নির্গমন বন্ধ বা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে না। তাই একে প্রকৃতি নিয়ন্ত্রিত বলা হয়।






    1. Report
  5. Question:তেজস্ক্রিয়তা কী ব্যাখ্যা কর। 

    Answer
    যেসব মৌলের পারমাণবিক ভর ৮২ বা এর চেয়ে বেশি, তাদের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের তেজকস্ক্রিয় রশ্মি নির্গমনের ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে। তেজস্ক্রিয়তার ফলে ভারী মৌলসমূহ ভেঙ্গে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়। যেমন রেডিয়াম ধাতু তেজস্ক্রিয় ভাঙনের ফলে ধাপে ধাপে পরিবর্তিত হয়ে সীসায় পরিণত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd