Question:কম্পিউটার কী? ব্যাখ্যা কর।
Answer
কম্পিউটার শব্দের অর্থ গনক বা হিসাবকারী। কম্পিউটার শুধু একটি হিসাবকারী যন্ত্রই নয়, আরো অনেক কিছু। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা উপাত্ত গ্রহণ, প্রক্রিয়াকরণ, রূপান্তর, সংরক্ষণ ও প্রেরণ করে। যে ধরনের কম্পিউটারই হোক না কেন, প্রতিটি কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা কম্পিউটারকে বলে দেয় তাকে কী করতে হবে? মানুষের তুলনায় অত্যন্ত দ্রুত গতিতে, অক্লান্তভাবে সঙ্গতিপূর্ণ ও নির্ভুলভাবে কাজ করে কম্পিউটার।