পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায় কেন? 

    Answer
    অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায়। এর কারণ হলো তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিংক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেওয়া হয়। ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।






    1. Report
  2. Question:রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে কয়টি ইলেকট্রন গান থাকে? 

    Answer
    রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রে তিনটি ইলেকট্রন গান থাকে।






    1. Report
  3. Question:n-p-n ট্রানজিস্টর কীভাবে তৈরি করা হয়? 

    Answer
    দুটি n- টাইপ অর্ধপরিবাহীর মাঝে একটি p- টাইপ অর্ধপরিবাহী স্যান্ডউইচের মতো জোড়া লাগিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়। এর তিনটি স্তরকে বলা হয় সংগ্রাহক, ভূমি ও নিঃসারক। n- টাইপ অঞ্চল দুটি হলো ট্রানজিস্টারের সংগ্রাহক ও নিঃসারক এবং মধ্যে সরু p- টাইপ অঞ্চল হলো ভূমি।






    1. Report
  4. Question:p- টাইপ অর্ধপরিবাহীর একটি উদাহরণ লিখ। 

    Answer
    সিলিকনের সাথে বোরণ যোগ করে তৈরি অর্ধপরিবাহী হলো p- টাইপ অর্ধপরিবাহীর একটি উদাহরণ।






    1. Report
  5. Question:এডিসন ক্রিয়া কী? 

    Answer
    বিজ্ঞানী এডিসন ১৮৮৩ সালে যখন তড়িৎ বাতি নিয়ে কাজ করছিলেন তখন একটি জিনিস তাকে খুব বিব্রত করছিল। তার বাতির কার্বণ ফিলামেন্টের ধনাত্মক প্রান্ত বারবার পুড়ে যাচ্ছিল। এ অসুবিধা দূর করার জন্য তিনি ফিলামেন্টের সাথে একটি প্লেট সিল করে ঢুকিয়ে দেন। পরে তিনি দেখতে পান যে ফিলামেন্ট সাপেক্ষে প্লেটকে যখন ধনাত্মক বিভব দেওয়া হচ্ছে তখন ভ্যাকুয়াম টিউবের মধ্য দিয়ে একটি তড়িৎপ্রবাহ চলে। কিন্তু প্লেটকে ঋণাত্মক বিভব দিলে তড়িৎপ্রবাহ চলে না। এডিসন বিষয়টির ব্যাখ্যা এভাবে দেন যে, যেহেতু উত্তপ্ত ফিলামেন্ট থেকে নিঃসৃত আধান ধনাত্মক প্লেটের দিকে যায় তাই এ আধান ঋণাত্মক। প্লেট ঋণাত্মক হলে ঐ নিঃসৃত আধানকে বিকর্ষণ করে ফলে বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না। এটাই এডিসন ক্রিয়া নামে পরিচিত।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd