পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:ইন্টারনেট কী-ব্যাখ্যা করো। 

    Answer
    ইন্টারনেট হলো ‘ইটওয়ার্কের নেটওয়ার্ক’ বা ‘সকল নেটওয়ার্কের জননী’। এটি একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক যা সংযুক্ত করেছে বিভিন্ন দেশের প্রায় ৪,০০,০০০ এর বেশী ছোট ছোট নেটওয়ার্ককে। ইন্টারনেট হলো এমন একদল নেটওয়অর্ক যা অসংখ্য কম্পিউটার, মোডেম, টেলিফোন লাইন দিয়ে তৈরী। এসব উপাদান পরস্পরের সাথে ভৌতভাবে সংযুক্ত। মোট কথা ইন্টারনেট অনেকগুলো নেটওয়ার্কের সমষ্টি এবং সকলে মিলে একটি একক নেটওয়ার্কের মত কাজ করে।






    1. Report
  2. Question:ফ্যাক্স এর পূর্ণরূপ কী? 

    Answer
    ফ্যাক্স এর পূর্ণরূপ ফ্যাক্সিমিল।






    1. Report
  3. Question:তেজস্ক্রিয়তা কী ব্যাখ্যা কর। 

    Answer
    ভারী মৌলিক পদার্থের (রেডিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম) নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে বিশেষ ভেদনশক্তিসম্পন্ন বিকিরণের অবিরত নির্গমণ তেজস্ক্রিয় রশ্মি নামে পরিচিত। আর কোন মৌল থেকে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গমনের এ ঘটনাকে তেজস্ক্রিয়তা বলে।
    তেজস্ক্রিয় মৌল আলফা, বিটা ও গামা নামে তিন ধরনের শক্তিশালী রশ্মি নির্গমণ করে। ফলে এরা ভেঙে অন্যান্য লঘুতর মৌলে রূপান্তরিত হয়।






    1. Report
  4. Question:কম্পিউটার ভিশন সিনড্রোম কী? 

    Answer
    কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম না নিয়ে দীর্ঘ ও দীর্ঘক্ষণ কম্পিউটারের কাজ করলে চোখে নানান রকম সমস্যার সৃষ্টি হয়, একে বলা হয় কম্পিউটার ভিশন সিনড্রোম।






    1. Report
  5. Question:সমন্বিত বর্তনী বুঝিয়ে লিখ। 

    Answer
    সমন্বিত বর্তনী হলো সে বর্তনী যাতে বর্তনীর উপাংশ বা যন্ত্রাংশগুলো একটি ক্ষুদ্র অর্ধপরিবাহক চিপে বিশেষ প্রক্রিয়ায় গঠন করা হয় যারা স্বয়ংক্রিয়ভাবে ঐ চিপের অংশ।
    কম্পিউটার, মোবাইল ফোন থেকে শুরু করে মাইক্রোওভেন পর্যন্ত যত রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি দেখা যায় তার অধিকাংশটিতেই সমন্বিত বর্তনী দেখা যায়। সমন্বিত বর্তনীর কারণে আমরা অনেক সৃজনশীল ডিভাইস পেয়েছি।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd