পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:মৌলিক কণিকা কাকে বলে? 

    Answer
    মৌলিক কণিকা হল সে সকল কণিকা যা দিয়ে সকল ব্স্ত তৈরি।






    1. Report
  2. Question:মৌলিক কণিকার বৈশিষ্ট্যগুলো লিখ। 

    Answer
    মৌলিক কণিকার বৈশিষ্ট্যঃ
    ১. সকল বিক্রিয়ায় এদের আধান, ভরশক্তি ও ভরবেগ সংরক্ষিত থাকে।
    ২. সকল ব্যরিয়ন ও ল্যাপটনের স্ফিন 1/2, সকল মেসনের স্পিন 0 এবং ফোটনের স্পিন- 1।
    ৩. `pie^0` মেসন ও ফোটন ছাড়া সকল কণিকার স্বতন্ত্র প্রতিকণিকা আছে। 
    ৪. আধান ও চৌম্বক মোমেন্ট ছাড়া কণিকা ও প্রতিকণিকা একই রকম।






    1. Report
  3. Question:কম্পিউটার কী? 

    Answer
    কম্পিউটার শব্দের অর্থ হলো গণক। তবে কম্পিউটার গণনা ছাড়াও আরো অনেক কিছু করে। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক্স ডিভাইস যা উপাত্তত গ্রহণ, প্রক্রিয়াকরণ, রূপান্তর, সংরক্ষণ ও প্রেরণ করে। প্রতিটি কম্পিউটার প্রোগ্রামকৃত নির্দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়; যা কম্পিউটারকে বলে দেয় তাকে কী করতে হবে।






    1. Report
  4. Question:মোডেম কী কাজ করে? 

    Answer
    মোডেম হলো একটি আউটপুট ইনপুট ডিভাইস। মোডেম বাহির থেকে আগত এনালগ সংকেতকে ডিজিটাল সংকেত রূপান্তর করে সিপিউকে ডেটা হিসেবে দেয় এবং সিপিউ এই ডিজিটাল ডেটা সংকেতকে এনালগে রূপান্তর করে আউটপুটকে দেয়।






    1. Report
  5. Question:অ্যামপ্লিফায়ার তৈরীর জন্য কোন অর্ধপরিবাহী ডিভাইসের প্রয়োজন হয়? 

    Answer
    অ্যামপ্লিফায়ার তৈরীর জন্য ট্রানজিস্টার নামক অর্ধপরিবাহী ডিভাইসের প্রয়োজন হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd