Question:অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে কোন যন্ত্র?
Answer
ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করতে পারে।
Question:অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করতে পারে কোন যন্ত্র?
ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করতে পারে।
Question:শিল্প কারখানায় কম্পিউটারের ব্যবহার আলোচনা কর।
শিল্প কারখানায় পণ্য উৎপাদন স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ, পণ্যের গুণগত মান যাচাই, তথ্য সংগ্রহ, কর্মচারীদের বেতন-ভাতা, কাজের সিডিউলের হিসাব ইত্যাদি কাজে কম্পিউটার ব্যবহৃত হয়। এছাড়া পারমাণবিক রিএ্যাকস্টর চালনা বা এ ধরনের জটিল ও আধুনিক সব যন্ত্রের ব্যবহারে কম্পিউটার অপরিহার্য।
Question:আলফা কণার আধানের মান কত?
আলফা কণার আধানের মান `3.2xx10^(-19)C`।
Question:কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কী?
যে সকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদের বলা হয় কম্পিউটারের হার্ডওয়্যার। হাডওয়্যার হলো কম্পিউটারের দেহ। যেমন- কীবোর্ড, মাউস, প্রসেসর, মনিটর, প্রিন্টার ইত্যাদি। আবার, কম্পিউটারের সফটওয়্যার হলো এক সেট নির্দেশনা যা কম্পিউটারের কী কাজ করতে হবে তা বলে দেয়। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। এগুলো হলো বিভিন্ন প্রোগ্রাম। যেমন- উইন্ডোজ ৯৮, উইন্ডোজ ২০০৩ ও ২০০৭।
Question:অপরিবাহী কী?
কিছু কিছু পদার্থ যেমন সিলিকন ও জার্মেনিয়াম আছে যেগুলো সুপরিবাহী নয়, অন্তরকও নয় অর্থাৎ সীমিত মাত্রায় বিদ্যুৎ পরিবহন করে। এদের বলা হয় অর্ধপরিবাহী।