পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:মাইক্রোফোন কী? 

    Answer
    কোনো বড় সভা বা অনুষ্ঠানে বক্তা যে ইলেকট্রনিক ডিভাইসের সামনে দাঁড়িয়ে কথা বলেন তাকে বলা হয় মাইক্রোফোন বা মাইক।






    1. Report
  2. Question:এনালগ ও ডিজিটাল সংকেতের মধ্যে কোনটি উত্তম বা কয়টি বিষয় দিয়ে বিচার করা যায় এবং এগুলো কী কী? 

    Answer
    এনালগ ও ডিজিটাল সঙকেতের মধ্যে কোনটি উত্তম তা তিনটি বিষয় দিয়ে বিচার করা যায়। এগুলো নিম্নরূপ:
    ১. সংকেতের গুণগত মান
    ২. প্রক্রিয়া চালানোর জন্য প্রয়োজনীয় মালমশলা
    ৩. দাম বা ব্যয়।






    1. Report
  3. Question:ট্রানজিস্টর কী? 

    Answer
    ট্রানজিস্টর হলো একটি ডিভাইস যা অ্যামপ্লিফায়ার ও উচ্চ দ্রুতি সুইচ হিসেবে কাজ করে।






    1. Report
  4. Question:ফ্যাক্স কী? এ যন্ত্রের সাহায্যে কী করা হয়? 

    Answer
    ফ্যাক্সিমিলি এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স। ফ্যাক্স হলো এমন একটি ইলেকট্রনিক ব্যবস্থা যার মাধ্যমে যেকোনো তথ্য, ছবি, চিত্র, ডায়াগ্রাম বা লেখা হুবহু কপি করে প্রেরণ করা যায়।
    এ যন্ত্রের সাহায্যে যে কোনো মূল দলিল হুবহু পুনরুৎপাদন করা হয়।






    1. Report
  5. Question:গ্রিড কী? 

    Answer
    গ্রিড হচ্ছে ট্রায়োড এর মধ্যে অ্যানোড ও ক্যাথোড ছাড়া তৃতীয় একটি ইলেকট্রোড ডা অ্যানোড থেকে ক্যাথোডে তড়িৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd