পদার্থ বিজ্ঞান-নবম-দশম



  1. Question:`S = ut + 1/2 at^2` মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই কর। 

    Answer
    `S = ut + 1/2 at^2`
    এ সমীকরণে S হলো সরণ যার মাত্রা L, 
    u হলো আদিবেগ, এর মাত্রা `LT^(-1)`
    a হলো ত্বরণ, এর মাত্রা `LT^(-2)`
    t হলো সময়, এর মাত্রা T 
    `:.` ut এর মাত্রা হলো = `LT^(-1)xxT=L`
    `at^2` এর মাত্রা হলো = `LT^(-2)xxT^2=L`
    উপরিউক্ত সমীকরণের বাম দিকের পদটির মাত্রা L এবং ডান দিকের দুটি পদের মাত্রাও LG
    সুতরাং সমীকরণটি সত্য।






    1. Report
  2. Question:বায়ুপাম্প আবিষ্কার করেন কে? 

    Answer
    ভনগুয়েরিক।






    1. Report
  3. Question:স্ক্রুগজের পিচ 1mm বলতে কী বোঝ? 

    Answer
    স্ক্রু-গজের পিচ 1mm বলতে বোঝায়, স্ক্রু-গজের টুপি একবার ঘুরালে এর 1mm সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর এটি 1mm দৈর্ঘ্য অতিক্রম করে।






    1. Report
  4. Question:প্রদত্ত সমীকরণে কোন রাশিগুলো মৌলিক এবং কোনগুলো লব্ধ-কারণসহ লিখ। 

    Answer
    প্রদত্ত সমীকরণ F = `(Gm_1m_2)/r^2`
    এই সমীকরণে `m_1, m_2` ও r মৌলিক রাশি। কারণ এ সকল রাশি সআবধীন ও নিরপেক্ষ, এরা অন্য রাশির ওপর নির্ভর করে না বরং অন্যান্য রাশি এদের ওপর নির্ভর করে।
    F ও G লব্ধ রাশি। কারণ এ সকল রাশি স্বাধীণ বা নিরপেক্ষ নয়, এরা মৌলিক রাশির ওপর নির্ভর করে বা মৌলিক রাশি থেকে লাভ করা যায়।






    1. Report
  5. Question:কোন সালে দুনিয়া জোড়া একই রকম একক চালু সিদ্ধান্ত হয়? 

    Answer
    1960 সালে দুনিয়া জোড়া একই রকম একক চালুর সিদ্ধান্ত হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd