Question:সময়ের একক নির্ধারণে কোন পরমাণু ব্যবহৃত হয়েছে?
Answer
সময়ের একক নির্ধারণে সিজিয়াম- 135 পরমাণু ব্যবহৃত হয়েছে।
Question:সময়ের একক নির্ধারণে কোন পরমাণু ব্যবহৃত হয়েছে?
সময়ের একক নির্ধারণে সিজিয়াম- 135 পরমাণু ব্যবহৃত হয়েছে।
Question:ভার্ণিয়ার স্কেল কী?
মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভূল পরিমাপের জন্যে মূল স্কেলের পাশে যে ছোট একটি সেক্ল ব্যভহার করা হয় সেটি হল ভার্ণিয়ার স্কেল।
Question:কীভাবে বোঝা যায় স্ক্রুগজে যান্ত্রিক ত্রুটি বিদ্যমান?
স্ক্রু গজের স্ক্রুর মাথা যখন স্থায়ী সমতল প্রান্ত বিশিষ্ট দন্ড স্পর্শ করে তখন বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগ যদি না মিলে তাহলে বোঝা যায় যে যন্ত্রে যান্ত্রিক ত্রুটি রয়েছে।
Question:স্লাইড ক্যালিপার্স কী?
স্লাইড ক্যালিপার্স এক ধরনের পরিমাপের স্কেল যা দ্বারা ভার্ণিয়ার পদ্ধতিতে কোনো ব্সতু বা দন্ডেরি দৈর্ঘ্য সূক্ষ্মভাবে নির্ণয় করা সম্ভব।
Question:লঘিষ্ঠ গণন কিভাবে পাওয়া যায়?
যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে লঘিষ্ঠ গণন পাওয়া যায়। `:.` লঘিষ্ঠ গণন = পিচ/বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা